মামলার নিষ্পত্তি চান অ্যাম্বার
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় হেরে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে যাওয়ার আর কোনো উপায় দেখছেন না। দীর্ঘ বার্তায় ঘোষণা করলেন, আর পারছেন না। ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রী লিখেছেন, আমার বিরুদ্ধে প্রাক্তন স্বামীর দায়ের করা মানহানির মামলার নিষ্পত্তির জন্য আমি অনেক চিন্তা-ভাবনা করলাম। এবার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আর এই জটিলতার মধ্যে থাকতে চাই না। অ্যাম্বার আরও জানান, আমেরিকার বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews