সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

গতকাল (সোমবার) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

প্রথম নিউজ, অনলাইন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী, স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিছা জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল (সোমবার) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

সাইফুজ্জামান-আনিসুজ্জামান পরিবারের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে হাজার-হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে বিএফআইইউ। দেশেও তারা বিপুল সম্পদ গড়েছেন। এর আগে ইউসিবি ব্যাংকের পরিচালনা পর্ষদ সাইফুজ্জামান পরিবারমুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক।