সব পক্ষের কথা শুনে আদালত সিদ্ধান্ত নেবেন
কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের
প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আজকে কোটাবিরোধী আন্দোলন করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে যে বিষয়টা জানা গেছে সেটা হলো-তারা সম্ভবত কোটা সংস্কার চায়। তাদের প্রতিনিধি, আইনজীবী যারা কোর্টে প্রতিনিধিত্ব করবে এবং সরকার পক্ষের কথাও শুনবে, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে, সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন। এটাই আমরা আশা করি।’ মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন তিনি।
কোটা আন্দোলনকারীদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সেজন্য তাদের সতর্ক মনোযোগ আশা করছি। এ নিয়ে আমরা কারও উস্কানিতে যাবো না।’
কোটা নিয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, ২০১৮ সালে প্রধানমন্ত্রী পরিপত্র জারি করে কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের ৭ জন একটা মামলা করেন। হাইকোর্ট একটা রায় দেন, এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল বিভাগে এ নিয়ম অনুযায়ী আপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।