সোনিয়া ও প্রিয়াংকা গান্ধী করোনা আক্রান্ত
শুক্রবার তিনি নিজেই কোভিড-১৯ আক্রান্তের কথা জানিয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : কোভিড আক্রান্ত হয়েছে কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধী। শুক্রবার তিনি নিজেই কোভিড-১৯ আক্রান্তের কথা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, আমি কোভিড আক্রান্ত হয়েছি। এখনও মাঝারি উপসর্গ দেখা যাচ্ছে। এরইমধ্যে আমি কোয়ারেন্টিনে রয়েছি। যারা আমার আশেপাশে ছিলেন সবাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করছি। এ খবর দিয়েছে এনডিটিভি। এর একদিন আগেই কোভিড আক্রান্ত হন তার মা এবং দলের প্রধান সোনিয়া গান্ধী। ধারণা করা হচ্ছে, মায়ের কাছ থেকেই কোভিড আক্রান্ত হয়েছেন প্রিয়াংকা। সোনিয়া গান্ধীও আইসোলেশনে রয়েছেন। কোভিড টেস্টের পর বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে। দ্যা ওয়ালের রিপোর্টে জানানো হয়েছে, গত সপ্তাহে প্রায় রোজ বিভিন্ন বৈঠক করেছিলেন সোনিয়া। তারপর মঙ্গলবার থেকে তার সামান্য জ্বর আসে। বুধবার সন্ধেবেলা কোভিড টেস্ট করানো হয়। এদিন তার রিপোর্ট পজিটিভ এসেছে। কংগ্রেস মুখপাত্র আরও বলেছেন, সোনিয়ার মৃদু উপসর্গ রয়েছে। তার চিকিৎসকরা ইতিমধ্যেই ওষুধ চালু করেছেন। আশা করা হচ্ছে দ্রুত তিনি সেরে উঠবেন।
উল্লেখ্য, দু’দিন আগেই ন্যাশনাল হেরল্ড মামলায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোনিয়া ও রাহুলকে তলব করে নোটিস পাঠিয়েছিল। বুধবার তা সর্বসমক্ষে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় কংগ্রেস। তাদের বক্তব্য, আরও একবার নির্লজ্জ কায়দায় নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। ইডি যে নোটিস পাঠিয়েছে তাতে সনিয়া ও রাহুলকে বলা হয়েছে আগামী ৮ জুনের মধ্যে ইডি দপ্তরে হাজিরা দিতে। কিন্তু সোনিয়ার কোভিড সংক্রমণ ধরা পড়ায় ওই সময়সীমার মধ্যে তার পক্ষে হাজিরা দেয়া সম্ভব নয় বলেই মত অনেকের।
এদিকে সোনিয়া গান্ধীর কোভিড আক্রান্তের পর তার সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে একটি টুইট করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এতে তিনি বলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতা কামনা করছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews