সুনামগঞ্জে যুবককে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ক্যারম খেলাকে কেন্দ্র করে যুবককে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ঝলক রায় এই আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল মিয়া। রায় ঘোষণার সময় মংলা মিয়া ও হেলাল মিয়া ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম মোস্তফা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।