সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে জর্জিয়া, দ্বিতীয় দফা ভোট ৬ই ডিসেম্বর
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : সিনেটে ৪৯ আসনে জিতে এগিয়ে আছে রিপাবলিকান দল। ডেমোক্রেটরা এখন পর্যন্ত আসন নিশ্চিত করতে পেরেছে ৪৮টি। এখনও যে তিনটি রাজ্যে চূড়ান্ত ফলাফল জানা যায়নি সেগুলো হলো নেভাডা, অ্যারিজোনা এবং জর্জিয়া। এরমধ্যে অ্যারিজোনাতে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মার্ক কেলি। অপরদিকে নেভাডায় এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট। রিপাবলিকানদের সিনেটের দখল নিতে প্রয়োজন ৫১ আসন। অর্থাৎ নেভাডার পাশাপাশি তাদেরকে জিততে হবে আরও একটি আসনে। একই অবস্থা ডেমোক্রেট দলেরও। ডেমোক্রেটদের এক আসন কম হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘কাস্টিং ভোট’ এর কারণে একটি অতিরিক্ত আসন পাবে দলটি। ফলে তাদেরও অ্যারিজোনার পাশাপাশি আরও একটি আসনে জয় প্রয়োজন। অর্থাৎ, সব মিলিয়ে এখন জর্জিয়াতেই সকল হিসেবের সমাধান হতে যাচ্ছে।
কিন্তু জর্জিয়াতে রিপাবলিকান এবং ডেমোক্রেট কোনো দলের প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী জয় পেতে একজন প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু জর্জিয়ায় ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ারনক ও রিপাবলিকান হার্শেল ওয়ালকারের কেউই এই শর্ত পূরণ করতে পারেননি। ফলে জর্জিয়ায় ভোট গড়িয়েছে রান-অফ বা দ্বিতীয় দফায়। আর দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। এর আগে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নির্ধারণ করা অনেকটা অসম্ভব এখন। যদি জর্জিয়া ছাড়া অন্য দুই রাজ্যের দুটিই কোনো দল জিতে নিতে পারে তাহলে অবশ্য এখনই জানা যাবে সিনেট কার হতে যাচ্ছে। কিন্তু ওই দুই রাজ্যের একটিতে ডেমোক্রেটদের জয় অনেকটা নিশ্চিত এবং আরেকটিতে রিপাবলিকানদের জয়ও প্রায় নিশ্চিত।
সিবিএস জানিয়েছে, এরইমধ্যে রান অফের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জর্জিয়া। জর্জিয়ার স্টেট সেক্রেটারি ব্র্যাড রাফেনস্পারগার বুধবার বিকেলে ঘোষণা করেছেন যে, ব্যালট তৈরি করা শুরু হয়ে গেছে এবং কাউন্টিগুলোও প্রস্তুতি নিচ্ছে। জর্জিয়াতে ডেমোক্রেট ও রিপাবলিকান দল ছাড়াও তৃতীয় আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি ২ শতাংশেরও ভোট পাওয়ায় প্রধান দুই দলের কোনো দলই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। এখন ৬ই ডিসেম্বর শুধু প্রধান দুই দলের প্রার্থীদের নির্বাচনে ভোট হবে। এ নিয়ে টুইটারে ওয়ারনক লিখেছেন, আমরা রান অফে যাচ্ছি, জর্জিয়া। চলুন আরেকবার ভোট দেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews