সদরঘাটে যাত্রীর চাপ কম, ভরলেই ছেড়ে যাচ্ছে লঞ্চ

সদরঘাটে যাত্রীর চাপ কম, ভরলেই ছেড়ে যাচ্ছে লঞ্চ

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সদরঘাটে নেই ঈদযাত্রার চিরাচরিত ভিড়। ঈদুল আজহার আগের দিন নৌপথে রাজধানী ছাড়ার একমাত্র নদী বন্দরেও যাত্রীর তেমন চাপ নেই। চাপ না থাকলেও সকাল থেকেই রয়েছে যাত্রীর আনাগোনা। ফলে যাত্রী পূর্ণ হয়ে গেলেই ছেড়ে দিচ্ছে লঞ্চ।

বুধবার (২৮ জুন) দুপুর ১২টা পর্যন্ত ৪২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক হিসাব অনুযায়ী, মঙ্গলবার সদরঘাট দিয়ে এক লাখের মতো মানুষ রাজধানী ছেড়েছে।


সদরঘাটের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৃষ্টি থাকায় বুধবার সদরঘাটে যাত্রীর চাপ কিছুটা কম। এমনিতেও পদ্মা সেতু হওয়ায় লঞ্চের যাত্রী কমে গেছে। তাই এখন আর ঈদে আগের মতো সেই উপচে পড়া ভিড় থাকে না সদরঘাটে।

পটুয়াখালী দশমিনার মাছুয়াখালী গ্রামের মো. বাদল হোসেন কর্মসূত্রে থাকেন নারায়ণগঞ্জে। ভোর ৫টায় সদরঘাটে আসেন তিনি। বাদল ঢাকা-পটুয়াখালী রুটে চলাচল করা পূবালী-১২ লঞ্চে উঠেছেন। তিনি বলেন, ভোর থেকে সদরঘাটে আছি। ১২টা বেজে গেলো তারপরও লঞ্চ পুরোপুরি ভারলো না।

লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ হলেও যাত্রী খুবই কম। লঞ্চ চালিয়ে তারা ক্রমাগত লোকসান গুনছেন। ডলার শিপিং লাইন্সের (লঞ্চের নাম মর্নিং সান) ম্যানেজার মো. লাভলু জানান, লঞ্চ চালিয়ে আর লাভের মুখ দেখছেন না তারা। ঈদের সময় কিছুটা লাভের মুখ দেখবেন এমন আশা থাকলেও সেই আশার গুড়ে বালি। গত পাঁচ মাস ধরে তারা লঞ্চের কর্মচারীদের বেতন ঠিকমতো দিতে পারছেন না বলেও জানান লাভলু।

বিআইডব্লিউটির ঢাকা নদীবন্দর (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, বৃষ্টির কার

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত লঞ্চ আছে। দুপুর ১২টা পর্যন্ত ৪২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে।

মো. কবির হোসেন আরও বলেন, আমাদের হিসাব অনুযায়ী, গতকাল সদরঘাট দিয়ে এক লাখ লোক ঢাকা ছেড়েছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে সদরঘাটে যাত্রী অনেকটা কম। ঈদের আগের দিন হিসেবে আজ তেমন ভিড় নেই।