সীতাকুণ্ডে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে মো. আরিফ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মো. ইমন (২০) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নিহত আরিফ ও ইমন সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত গাড়ির সংঘর্ষ হলে তারা দুজন গুরুতর আহত হয়। পরে দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুজন তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews