সড়ক দুর্ঘটনায় আহত ‘কেজিএফ’ অভিনেতা
কেজিএফ’খ্যাত অভিনেতা বিএস অবিনাশ
প্রথম নিউজ, ডেস্ক : ‘কেজিএফ’খ্যাত অভিনেতা বিএস অবিনাশ। তিনি বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আশেপাশে থাকা পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
‘কেজিএফ’ সিনেমাতে অ্যান্ড্রু চরিত্রে অভিনয় করেছেন অবিনাশ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, বুধবার (২৯ জুন) নিজের গাড়ি চালিয়ে জিমে যাচ্ছিলেন এই অভিনেতা। সেই সময় বেঙ্গালুরুর অনিল কুম্বলে সার্কেলের কাছে তার মার্সিডিস গাড়ি ও একটি ট্রাকের সংষর্ঘ হয়। তবে এতে এই অভিনেতার বড় কোনো ক্ষতি হয়নি। আশেপাশে থাকা পথচারীরা তাকে উদ্ধার করেন।
জানা গেছে, সেই ট্রাক চালককে গ্রেপ্তার করেছেন পুলিশ। কুবন পার্ক থানায় এই ঘটনার একটি মামলাও দায়ের হয়েছে।
‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সিনেমায় অ্যান্ড্রু চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন অবিনাশ। প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজা তাকে এই চরিত্র পেতে সাহায্য করেছিলেন বলে জানা যায়। সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেন তিনি।
এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews