শুরু থাকলে শেষও আছে, রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: ইতোমধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে দুয়েকটা জায়গা বাদে প্রায় একই স্কোয়াড যাবে বিশ্বকাপেও। সে অনুসারে ভারতে বসতে যাওয়া আইসিসির মেগা আসরটিতে মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি তাকে দলে ফেরানোর জন্য ক্রিকেটভক্তদের একটা অংশ দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিষয়টা এভাবে আলোচনা হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।
আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে কথা বলেন বিসিবি পরিচালক। তিনি জানান, ‘ইতোমধ্যে রিয়াদের ব্যাপারে আমাদের চীফ সিলেক্টর বলেছেন। ক্রিকেট বোর্ড নিজেদের মতো কাজ করে, প্লেয়ারদের তৈরি করা থেকে শুরু করে তাদের খেলানো। জিরো লেভেল গ্রাউন্ড থেকে একদম টপ লেভেল পর্যন্ত যেভাবে একটা প্রসেসের মধ্যে চলে একটা বোর্ড, সে প্রসেসের ওপরই কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে যা হয়েছে, এটা আসলে ওভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় নয়। আমার কাছে মনে হয়, যার শুরু আছে তার একটা সময় শেষও আছে।’
‘প্রত্যেক প্লেয়ারই একটা সময় ন্যাশনাল টিমে অন্তর্ভূক্ত হয়, আবার একটা সময় দল থেকে বাদ পড়ে। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে চলে। এটিও সেরকমই একটা অংশ। টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে বিশ্বকাপে একটা ব্যাকআপ প্লেয়ার দরকার; কেউ ইনজুরড হলে তার স্থলাভিষিক্ত করার জন্য যদি সেখানে রিয়াদকে রাখা দরকার, তখন হয়তো অবশ্যই রাখবে’, যোগ করেন টিটু।
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডের যে নিয়ম আছে, তারা সে নিয়মেই চলবে। বড় একটা সময় মাহমুদউল্লাহ দলে ছিলেন, আমাদের ক্রিকেটে তার অনেক অবদান। তবে এর আগে তিনিও নিশ্চয়ই কারও স্থলাভিষিক্ত হয়ে জাতীয় দলে এসেছেন। একইভাবে তাকেও স্বাভাবিকভাবেই বাদ পড়তে হবে। এতে খারাপ লাগবে, এরপর আবারও দলে ফেরানোর দাবি তোলাটা দর্শকদের আবেগের ব্যাপার। এটি অতীতেও ঘটে আসছে।’
এর আগে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘৮ জন ক্রিকেটারের একটি তালিকা দেওয়া হবে। ওরা ঢাকাতেই অনুশীলন করবে। বলতে পারেন, ওদের নিয়ে আলাদা একটি অনুশীলন শিবিরই হবে।’ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের হেড কোচের পরিকল্পনা অনুযায়ী অচিরেই শুরু হতে যাওয়া সেই অনুশীলনের জন্য যে বা যারা ডাক পেতে চলেছেন, তাদের অন্যতম এশিয়া কাপের দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও।