শ্যামলীতে বাসে আগুন
সোমবার বিকেলে পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার সংবাদ আসে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।