শুধু অভিনয় নয়, ক্যানভাসকে ‘জীবন্ত’ করে তুলতেও দক্ষ বলিউড তারকারা
প্রথম নিউজ, ডেস্ক : পেশাগত কাজের পাশাপাশি অবসর সময়ে সকলেই নিজের পছন্দের কাজ করতে ভালবাসেন। কেউ গল্পের বই পড়েন, কেউ সঙ্গীত, নৃত্যচর্চার মধ্যে থাকেন। কেউ বাগান তৈরি করেন, কেউ আবার আঁকতে পছন্দ করেন। বলিউডের বহু তারকা এই অতিমারির সময়কালকে কাজে লাগিয়েছেন। অবসর সময়ে হাতে তুলে নিয়েছেন পেনসিল, তুলি, সাদা কাগজ, রং ইত্যাদি। কোনও তারকা শুধু নিজের শখে ছবি এঁকেছেন, কেউ কেউ আবার সেই ছবি নিলামে চড়া দামে বিক্রি করেন। এই প্রসঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহার কথা আলাদা ভাবে উল্লেখ করতে হয়।
সালমান খান আঁকছেন তার মনের শিল্প ভাবনার প্রতিরূপ
বহু পঞ্জাবি, মালয়লম, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করা বামিকা গব্বী ‘গ্রহণ’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছন। তখনই তাঁর ‘হিডেন ট্যালেন্ট’-এর কথা প্রকাশ্যে আসে।
শ্যুটিং-এর ফাঁকে সেটে বসেও স্কেচ পেনসিল দিয়ে নিজের মনে আঁকতে থাকেন তিনি। পিতৃ দিবসে বাবার ছবি স্কেচ করে উপহার দিয়েছিলেন তিনি।
এই তালিকায় রয়েছেন বলিউডের নবাগতাও। তারা সুতারিয়া চারকোল পেনসিল ব্যবহার করে একটি স্কেচ এঁকে নেটমাধ্যমে আপলোড করেছিলেন। অবসর সময়ে ছবিটি এঁকেছেন বলেই ভক্তদের ধারণা
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও অসাধারণ চিত্রশিল্পী। একটি ছবিতে তার প্রমাণও পাওয়া যায়। ক্যানভাসের উপর রং-তুলি দিয়ে আঁকছেন তিনি।
জাহ্নবী কপূরও দুর্দান্ত ‘হ্যান্ড পেন্টিং’ করেন। হাতের খেলা ও রঙের প্রয়োগে তাঁর আঁকা প্রতিটি ছবিই অভাবনীয় সুন্দর।
করণ সিংহ গ্রোভার ‘স্টারইনফিনিটি’ ছদ্মনামে ছবি আঁকেন। আধ্যাত্মিকতা, মহাজাগতিকতা এবং আধুনিকতার অদ্ভুত সংমিশ্রণের দেখা মেলে তাঁর চিত্রশিল্পে। তাঁর ছবির মধ্যে এক মুক্তির স্বাদ রয়েছে, যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ২০২২ সালেই একটি ‘ভার্চুয়াল’ প্রদর্শনীর আয়োজন করেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews