শিক্ষার্থীদের সময়মতো বিয়ে দিলে আন্দোলনের সফলতা আসবে: আসিফ আকবর
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ৯০ দশকে আসিফের সুরে মেতেছেন লক্ষ লক্ষ তরুণ তরুণী। গানের অ্যালবাম থেকে শুরু করে সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে সবখানেই সফলতার ছাপ ফেলেছেন। এছাড়া সমসাময়িক নানা ইস্যুতে এই গায়ক থেকেছেন সরব। এবার সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা নিয়ে নিজের মতামত তুলে ধরলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া হয় একটি স্ট্যটাস। সেখানে তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমেই। আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা মা হতে পারে, আমরাও দাদা/নানা হতে পারি সুন্দর সময়ে।
আসিফ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র ছাত্রীদের সময়মত বিয়ে দেয়ার মাধ্যমেই। আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা মা হতে পারে, আমরাও দাদা/নানা হতে পারি সুন্দর সময়ে। কবে স্টাডি শেষ হবে, তারপর প্রতিষ্ঠা পাবে, তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে! এরমধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময়। স্বর্ণের ভরি এখন এক লাখ পয়ত্রিশ হাজার টাকা। অন্যান্য সামাজিকতার খরচ ধরলে কেউ ২৪/২৫ বছর বয়সে বিয়ে করতে পারবে না। সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে বাবা মাকে।