লিটনের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস

লিটনের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
লিটনের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রথম নিউজ, ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না লিটন দাস। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। অপরাজিত আছেন হাঁফ সেঞ্চুরি হাঁকিয়ে।৪১ বল খেলে অর্ধশতক পূরণ করেছেন লিটন।বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০১ রান। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের জুটিতে পঞ্চাশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। তবে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার। এলোমেলো ব্যাটিংয়ে বারবার পরাস্ত হচ্ছিলেন।

বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। ইনিংসের ষষ্ঠ ওভারেই যেমন আর্চারের বলে শর্ট থার্ডম্যানে রনির সহজ ক্যাচ মিস করেন রেহান আহমেদ। জায়গা থেকে নড়তেও হয়নি রেহানের। অনেক সময় পেয়েছিলেন, দুই হাতে নিয়েওছিলেন কিন্তু শেষ সময়ে তালগোল পাকিয়ে মুঠো থেকে ফস্কে যায় বল!

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: