লঙ্কান প্রিমিয়ার লীগে মোস্তাফিজ ডাম্বুলা থান্ডার্সের

লঙ্কান প্রিমিয়ার লীগে মোস্তাফিজ ডাম্বুলা থান্ডার্সের

প্রথম নিউজ, খেলা ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) বিদেশি আইকন হিসেবে মোস্তাফিজুর রহমানকে কিনেছে ডাম্বুলা থান্ডার্স। এর আগে তারা পেসার শরিফুল ইসলামকে কিনতে যোগাযোগ করেছিল বিসিবি’র সঙ্গে। কিন্তু বিসিবি শরিফুলকে লঙ্কান লীগে খেলার জন্য ছাড়পত্র দিতে রাজি হয়নি। ডাম্বুলা থান্ডার্স দলটি সম্প্রতি কিনে নিয়েছে বাংলাদেশি কোম্পানি ‘ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ডাম্বুলার ফেসবুক পেইজে লেখা হয়,  ‘বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। গর্জন করতে প্রস্তুত থাকো থান্ডার্স ভক্তরা!’

লঙ্কান প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএলে দুর্দান্ত সময় পার করে এসেছেন তিনি। যদিও পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ হয়নি কাটার মাস্টারের, কিন্তু অল্প ক’টি ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দুর্দান্ত খেলেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন তিনি।

এরপর দেশে ফিরে বল হাতে চমক দেখান জাতীয় দলের জার্সিতে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের সিরিজের শুরুর তিন টি-টোয়েন্টিতে তাকে দলের বাইরে রাখা হয়েছিল আইপিএল ব্যস্ততার কারণে। আর দলে ফিরেই ‘ম্যাচ সেরা’ নৈপুণ্য দেখান ২৮ বছর বয়সী পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে বল হাতে চার ওভারে স্পেলে ১৯ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোস্তাফিজ। শেষ ম্যাচে উইকেট না পেলেও খারাপ ছিল না তার নৈপুণ্য। যদিও ওই ম্যাচে আট উইকেটে হার দেখে বাংলাদেশ। 

এলপিএলের এবারের আসরে ৫টি দল অংশগ্রহণ করবে। আগামী ২১ মে টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ও তাসকিন আহমেদ। নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে থান্ডার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ১ জুলাই থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে। এলপিএলের গত আসরের রানার্সআপ ছিল ডাম্বুলা থান্ডার্স। ১লা জুলাই ক্যান্ডির বিপক্ষে এলপিএলের প্রথম ম্যাচে নামবে দলটি।