লোকসান বেড়েছে ন্যাশনাল ব্যাংকের

লোকসান বেড়েছে ন্যাশনাল ব্যাংকের

প্রথম নিউজ, ঢাকা : ভয়াবহ লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের। ব্যাংকটির জুলাই থেকে সেপ্টেম্বর-২০২৩, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠেছে।

মঙ্গলবার (অক্টোবর ৩১) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রন্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫৭ পয়সা। অর্থাৎ তিনগুণ লোকসান বেড়েছে।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। তাতে টাকার অংকে লোকসান হয়েছে ১ হাজার ১২৩ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১৪ শতাংশ বেশি।

লোকসান বাড়ার বিষয়ে ন্যাশনাল ব্যাংক বলেছে, বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের মুদ্রাস্ফীতির জন্য বাজারে তারল্য সংকটের কারণে ঋণগ্রহীতারা সময়মতো কিস্তি পরিশোধ করতে পারেনি, এতে ব্যাংকটির খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়েছে। আর এতে ব্যাংকটির আয় কমেছে।

উল্লেখ্য, শিকদার গ্রুপের মালিকানাধীন ব্যাংকটি ২০২২ সাল থেকে লোকসানে রয়েছে। বর্তমান ব্যাংকটির শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০টি। যা মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে শেয়ার ৮ টাকা ৩০ পয়সাতে।