লাইফ সাপোর্টে গায়ক আকবর, কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী
গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বুধবার (৯ নভেম্বর) সকাল বেলায় অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে তাকে (আকবরকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডাক্তারা বলেছেন, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে রোগী।
এই কথা বলার পর কোনো কথা বলতে পারছিলেন না আকবরের স্ত্রী। তিনি কান্নায় ভেঙে পড়েছেন।
আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে তার শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানান শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ভর্তি করা হয় আকবরকে। কয়েকদিন ধরেই চলছে তার চিকিৎসা। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা।
এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews