রাশিয়ায় ঘূর্ণিঝড় মাথায় গাছ পড়ে প্রাণ গেল ৮ জনের
প্রথম নিউজ, ডেস্ক : ঘূর্ণিঝড়ের বেগে গাছ ভেঙে পড়ে রাশিয়ার মারি এল ডিউতে আটজন নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেখানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন নিহতরা। তারা লেক ইয়ালচিকের সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু প্রকৃতির তাণ্ডবে ৮ জনকে বরণ করতে হয়েছে করুণ পরিণতি।
ইয়োসকার-ওলা শহরের মেয়র ইয়েভগিনি মাসলোভ বলেছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, মারি এল ডোতে ঘূর্ণিঝড়ের কারণে আটজন নিহত হয়েছেন, যেটি গতকাল শনিবার হয়েছে।‘
মারি এল ডো ভলগা নদীর তীরে অবস্থিত রাশিয়ার একটি প্রদেশ। আর এ প্রদেশের সবচেয়ে বড় শহর হলো ইয়োসকার-ওলা।
রাশিয়ার জরুরী পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি উদ্ধারকারী অংশ নিয়েছেন। তারা সেখানকার ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সবমিলিয় ২৭ জন ব্যক্তি ঝড়ে আহত হয়েছেন।
জরুরী পরিষেবা মন্ত্রণালয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছে, ওই লেকের পাড়ে যারা ছুটি কাটাতে ক্যাম্প স্থাপন করেছিলেন তারা আবহাওয়ার পূর্বাভাসকে উপেক্ষা করেছিলেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন লেক ইয়ালচিকের পাড়ে কয়েকশ মানুষ ক্যাম্প স্থাপন করেছিলেন। আর তারাই এ ঝড়ের কবলে পড়ে যান।