রুশ খাদ্যশস্যের সবচেয়ে বড় ক্রেতা হবে ইরান'
রাশিয়া এবার খাদ্যশস্যের রেকর্ড উৎপাদন হয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক: রাশিয়া এবার খাদ্যশস্যের রেকর্ড উৎপাদন হয়েছে। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এগুলো রপ্তানি করতে পারছে না দেশটি।
এ অবস্থায় মিত্র,দেশ ইরান পাশে দাঁড়িয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, রুশ খাদ্যশস্যের সবচেয়ে বড় ক্রেতা হবে ইরান। খবর আল-মায়াদিনের।
ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গত শুক্রবার এ ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমানে রুশ পণ্যের দ্বিতীয় বৃহৎ ক্রেতা ইরান। আগামী বছরের মধ্যে দেশটির খাদ্যশস্যের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠবে তেহরান।
চলতি বছরে ইরান সমুদ্র বন্দরগুলো দিয়ে ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য আমদানি করেছে, এর মধ্যে অর্ধেকই গম।
আগামী বছর শুধু রাশিয়া থেকেই কমপক্ষে ৭০ লাখ টন খাদ্যশস্য আমদানি করার পরিকল্পনা নিয়েছে ইরান।
রাশিয়া টুডের খবরে বলা হয়েছে, সারা বিশ্বে যখন খাদ্যসংকট চরমে, তখন খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে রাশিয়া।
চলতি বছরের আরও দুই মাস বাকি থাকতেই সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়।
এতে বলা হয়, অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৭ দশমিক ৫ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, এখনো ফসল তোলা বাকি।
কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ পরে নিজেই এ রেকর্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।
এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড গড়ে ছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এর মধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম।
এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জানান, নতুন যুক্ত হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ায় ব্যাপক ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত ৫০ লাখ টন ফসল আসতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews