রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

রাজধানী মতিঝিলের বকচত্বর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহিদুল ইসলাম (২০) নামে এক কাপড় ব্যবসায়ীর সর্বস্ব খোয়া গেছে

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

প্রথম নিউজ, ঢাকা : রাজধানী মতিঝিলের বকচত্বর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহিদুল ইসলাম (২০) নামে এক কাপড় ব্যবসায়ীর সর্বস্ব খোয়া গেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তাকে নিয়ে আসা মো. আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের বকচত্বর এলাকা থেকে ভাগিনাকে উদ্ধার করি পরে ঢামেকে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি জানান, আমার ভাগিনা ঢাকা থেকে প্যান্ট ও শার্টসহ গার্মেন্টস সামগ্রী নিয়ে সাভারে ব্যবসা করেন। আজ বাসা থেকে মালামাল কেনার জন্য টাকা পয়সা নিয়ে বের হয়। পরে মতিঝিল এলাকায় অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা পয়সা নিয়ে যায়।


তিনি আরও জানান, পথচারিরা তার কাছে থাকা মোবাইল দিয়ে আমাদের খবর দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। কত টাকা নিয়েছে এখনো টাকার পরিমাণ জানা যায়নি ও সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক যুবক হাসপাতালে এসেছে। তার কাছে থাকা পয়সা সবই নিয়ে গেছে। কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।