যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ বরখাস্ত

সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়।

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ বরখাস্ত

প্রথম নিউজ, অনলাইন: যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর বিষয়টি নিয়ে আলোচনা ও আন্দোলন হলে ওই শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে আনা হয়। এরপর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষককে বরখাস্ত করা হলো।