যাত্রাবাড়ীতে বাবার বকুনিতে ছেলের আত্মহত্যা
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বাবার বকুনিতে অভিমান করে মো. রফিক (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত রফিকের খালা সেতু বলেন, সে একটি ব্যাগের কারখানায় কাজ করে। গতকাল বন্ধুদের সঙ্গে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খেয়ে বাসায় আসে। এই নিয়ে তার বাবা অনেক বকাবকি করেন। আজ তার বাবার চোখের অপারেশন হওয়ার কথা ছিল। পরে আজ দুপুরে সে সবার অগোচরে ঘরে ঢুকে আত্মহত্যা করে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, রফিক প্রেম করে বিয়ে করেছে। তার দেড় বছরের একটি মেয়েও আছে। তাই আমরা তাকে বুঝিয়েছি ভবিষ্যতে এমন কাজ না করতে। কিন্তু সে আমাদের কোনো কথাই শোনেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।