যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে তা রক্ষা হয়নি: ড. মঈন খান

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে তা রক্ষা হয়নি: ড. মঈন খান

প্রথম নিউজ, ঢাকা: মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, যে উদ্দেশ্যে এবং আদর্শ নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যার কথা সারা বিশ্বে প্রচার হয়েছিল। ইতিহাসের যা সত্য, তা ইতিহাস নির্ধারণ করে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন জিয়াউর রহমান, কলকাতায় পালিয়ে যায়নি’। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আকড়ে ধরতে সরকার এক লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলেও দাবি করেন তিনি।