ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহে ওমর ফারুক (১০) ও আবু বকর (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড় এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানদের নিয়ে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন ভ্যানচালক কামাল মিয়া। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে সন্তানদের ঘরে রেখে কাজে যান তারা। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘসময় ফারুক ও আবু বকরকে বাড়িতে দেখতে না পেয়ে এক পর্যায়ের খোঁজাখুজি শুরু করেন। পরে শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধা ঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে, আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।