মোহাম্মদপুরে বাসে আগুন
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
প্রথম নিউজ, ঢাকা : মতিঝিলের পর এবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, রাত সাড়ে ৮টায় আমাদের কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ওই খবরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওদিকে সন্ধ্যার পর পল্টন থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে দাঁড়িয়ে থাকা শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়।