মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ অভিবাসী আটক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি শপিং মলে অভিযান চালিয়ে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাসহ পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগ সদর দপ্তরের ১০৬ জন কর্মকর্তা।
ইমিগ্রেশন বিভাগ জানায়, মোট ৯৬৪ জন ব্যক্তিকে পরীক্ষা করে বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত থাকায় ১৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান ও চীনের নাগরিক রয়েছেন।
যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।
যাচাই-বাছাই করে দেখা যায়, আটকদের দেশটিতে থাকার অনুমতি (ভিসা) নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করাসহ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটকদের অভিবাসী-লকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কারের জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাবে।