মেলান্দহে ওরস ও মেলার নামে চলছে মাদকের আসর

এই মেলায় মাদক কেনাবেচা, সেবন ও আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এতে তরুণ ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ।

মেলান্দহে ওরস ও মেলার নামে চলছে মাদকের আসর

প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী ওরস ও মেলা। এই মেলায় মাদক কেনাবেচা, সেবন ও আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এতে তরুণ ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। স্থানীয়রা জানান, উপজেলার দুরমুট এলাকায় পীর ও সাধক হযরত শাহ কামাল (রহ.) ইয়েমেনী ওরফে কামাল বাবার মাজার অবস্থিত। প্রতিবছর তার মাজার এলাকায় বৈশাখ মাসের প্রথম দিন থেকে ওই মাজারের খাদেম, আশেকানরা মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘কামালের ওরস’ নামে পরিচিত। এতে প্রতিবছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। ওরসকে কেন্দ্র করে মেলায় বসে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্তানা। মেলায় বিভিন্ন প্রকার পণ্যের পাশাপাশি বিক্রি হয় মাদক। মাসব্যাপী এই মেলায় আগত দোকান থেকে চাঁদা তোলা হয়। 

মাজারে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ টাকা ওঠে। এ টাকায় অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। সরজমিন দেখা যায়, প্রতিবছরের ন?্যায় এবারো এখানে চলছে মাদক বিক্রয়, সেবন ও অশ্লীলতা। মেলার শুরুর আগেই মাদক কারবারিরা মাজারের চারপাশে আস্তানা গেড়ে  বসেছে। দলে দলে আস্তানা বেঁধে সেবন করছে মাদকদ্রব্য। মেলা প্রাঙ্গণের বাতাসে বইছে গাঁজার গন্ধ। এলাকার পরিবেশ ও তরুণ সমাজকে ঠিক রাখতে এই মেলা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে এলাকার  প্রবীণ বাসিন্দা অভিযোগ করেন, কামালের ওরস ও মেলার নামে এখানে যেভাবে দিন-রাত মাদকের আসর বসছে, তা মেনে নেয়া যায় না। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণেরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। উপরে মেলা আর ভেতরে চলছে মাদকের ব্যবসা। প্রশাসনের নজরদারির অভাবেই এসব অপকর্ম হচ্ছে। এ বিষয়ে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।