মারিউপোলের ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রাশিয়া’

ইউক্রেনের মারিউপোল শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা ওই অঞ্চলটির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছেন

মারিউপোলের ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রাশিয়া’
মারিউপোলের ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রাশিয়া’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের মারিউপোল শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা ওই অঞ্চলটির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছেন। তাদের স্তারি ক্রিম, মানহাশ ও ভিনোরাদনে গ্রামের নিকটবর্তী গণকবরে সমাহিত করা হয়েছে। খবর আলজাজিরার।

মারিউপোলের মেয়র আরও জানান, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত স্তারি ক্রিম গ্রামের সমাধি ক্ষেত্রে ২৫টি গর্তের সন্ধান পাওয়া গেছে। তার দাবি, কয়েক ধাপে এসব গর্তে মরদেহ সমাহিত করা হয়েছে। এর পর সেগুলোকে এক ব্যক্তির কবর হিসেবে দেখিয়ে নামফলক লাগানো হয়েছে। 

ভাদিম বয়চেঙ্কো আরও বলেন, আমাদের হিসাব মতে মারিউপোলে ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তথ্যমতে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর।

এই মেয়র আরও দাবি করেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও হাজারও লাশ চাপা পড়ে আছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom