মামলার কাজের কথা বলে ডেকে এনে ধর্ষণ, আইনজীবী গ্রেফতার

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে ওই আইনজীবীর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার কাজের কথা বলে ডেকে এনে ধর্ষণ, আইনজীবী গ্রেফতার
প্রতীকী ছবি

প্রথম নিউজ,বাগেরহাট: বাগেরহাটে ধর্ষণ মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) রাতে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকার নিজ বাসভবন থেকে ফকির ইফতেখারুল ইসলাম রানা (৫৫) নামের ওই আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী।

মামলা সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে দায়ের করা মামলায় ওই নারী ফকির ইফতেখারুল ইসলাম রানাকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। এ সুযোগে দীর্ঘদিন ধরেই তিনি ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী মামলার কাজের কথা বলে নিজ বাসার চেম্বারে ডাকেন ওই নারীকে। পরে তিনি সেখানে তাকে ধর্ষণ করেন ও মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে ওই আইনজীবীর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পারিবারিক কলহের একটি মামলায় ভিকটিম অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করে। সেই সুযোগে গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শুক্রবার ওই নারীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাতে শহরের খারদ্বার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom