মামলা পরিচালনার জন্য এক কোটি টাকা বরাদ্দ পেল ভূমি মন্ত্রণালয়

মামলা পরিচালনার জন্য এক কোটি টাকা বরাদ্দ পেল ভূমি মন্ত্রণালয়

প্রথম নিউজ, ঢাকা : ২০২৩-২৪ অর্থবছরের ভূমি মন্ত্রণালয়ের আইন সংক্রান্ত মামলা পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি ডিসিদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি স্মারকের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের ওপর অর্পিত আর্থিক ক্ষমতাবলে সরকারি আইন সংক্রান্ত মামলা পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে এক কোটি ঢাকার সরকারি মঞ্জুরি প্রদান করা হলো। 

মঞ্জুরির শর্তে বলা হয়, সরকারি সকল আর্থিক বিধি বিধান যথাযথ অনুসরণক্রমে এ অর্থ ব্যয় করতে হবে এবং ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে অব্যয়িত অর্থ সমর্পণ করতে হবে (যদি থাকে)।

চিঠিতে বলা হয়, বরাদ্দকৃত অর্থ পৃষ্ঠাংকন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ মঞ্জুরি আদেশ জারি করা হলো।