মমতাজের স্বামীর গাড়িতে হামলা
প্রথম নিউজ, মানিকগঞ্জ : কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পর শনিবার (২৭ আগস্ট) ৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন ডা. এ এস এম মঈন হাসান। হামলাকারীরা স্থানীয় লোকজন। ইতোমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এদিকে মমতাজের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ে নেমেছে পুলিশ। ঘটনার বর্ণনা দিয়ে মমতাজের স্বামী জানান, গত ২৩ আগস্ট বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে বের হন তিনি। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে তার গাড়িতে হামলা করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews