মানবপাচার সিন্ডিকেটের মূলহোতাসহ ৫ সদস্য আটক
আজ সোমবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে মানবপাচার সিন্ডিকেটের মূলহোতাসহ চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য আনুষঙ্গিক ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে।
আজ দুপুরে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews