মাধুরীর স্বপ্নপূরণ
মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকায় এক ভবনের ৫৩ তলায় অবস্থিত একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ফ্ল্যাটটির দাম ৪৮ কোটি রুপি।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকায় এক ভবনের ৫৩ তলায় অবস্থিত একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ফ্ল্যাটটির দাম ৪৮ কোটি রুপি।
জানা গেছে, এই ফ্ল্যাটটি সি- ভিউ এবং ৫,৩৮৪ স্কয়ার ফিট। ১০ একর জমির ওপর গড়ে উঠেছে অ্যাপার্টমেন্ট ভবনটি। প্রত্যেকটি ফ্ল্যাট থেকে দেখা যায় সমুদ্র। শুধু তাই নয়, আছে সুইমিং পুল, ফুটবল মাঠ, জিম, স্পা, ক্লাবসহ একাধিক লাক্সারিয়াস সুযোগ-সুবিধা। মাধুরী দীক্ষিত সেপ্টেম্বরে এই ফ্ল্যাট কেনার চুক্তিতে সই করেন। ফ্ল্যাটে রয়েছে সাতটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। তবে এ ফ্ল্যাটটি কেনার অন্যতম কারণ হলো ৫৩ তলা। উঁচু জায়গা থেকে সমুদ্র ও প্রকৃতি দেখার স্বপ্ন মাধুরীর অনেক আগের।
তবে সব মিলিয়ে এতদিন হয়ে উঠছিল না। এবার সেই স্বপ্ন পূরণ করলেন এ নায়িকা। তিনি বলেন, অনেক উঁচু জায়গা থেকে প্রকৃতি দেখার স্বপ্ন আমার পুরনো। এ ফ্ল্যাটটি সে স্বপ্ন পূরণ করছে। আশা করছি খুব সুন্দর সময় কাটবে এখানে। এদিকে শেষবার মাধুরীকে দেখা গেছে ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে। বর্তমানে অভিনেত্রীকে ‘ঝলক দিখলাজা ১০’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে। ১৯৯৯ সালে মাধুরী ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করেন। এরপর বলিউড ক্যারিয়ার ছেড়ে আমেরিকায় চলে যান। কয়েক বছর হলো মাধুরী তার পরিবার নিয়ে মুম্বই ফিরেছেন। বর্তমানে তার হাতে আছে একাধিক সিনেমা ও সিরিজের কাজও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews