প্রথম নিউজ, অনলাইন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর একটি বিতর্কিত সিরিজ তৈরি করেছে বৃটিশ সম্প্রচারকারী সংস্থা বিবিসি। তথ্যচিত্রের প্রদর্শন ঘিরে ভারতে বড় মাপের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এবার বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি-র বিরুদ্ধে ‘তথ্য যুদ্ধ’ চালানোর অভিয়োগ করলো রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র মস্কোর বিরুদ্ধেই নয়, স্বাধীন নীতি অনুসরণ করে এরকম অন্যান্য বৈশ্বিক শক্তিকেন্দ্রগুলির বিরুদ্ধেও তথ্য যুদ্ধ চালাচ্ছে বিবিসি। বিবিসির বিতর্কিত তথ্যচিত্র সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন।
তিনি বলেন-বিবিসি বৃটিশ এস্টাবলিশমেন্টের পাশাপাশি অন্য কিছু গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করতে হাতিয়ার হিসেবে কাজ করছে। রুশ বিদেশ মন্ত্রকের মতে , বিবিসি একটি স্বাধীন টেলিভিশন এবং রেডিও কর্পোরেশন নয়, একটি নির্ভরশীল সংস্থা। তাই প্রায়ই সাংবাদিকতা পেশার মৌলিক নীতিগুলিকে তারা উপেক্ষা করে। দুই সিরিজের বিবিসি ডকুমেন্টারিতে দেখানো হয়েছে যে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সাথে সম্পর্কিত কিছু দিক নিয়ে তদন্ত করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিবিসি ডকুমেন্টারি সিরিজটিকে “প্রোপাগান্ডার অংশ” বলে সমালোচনা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের মতে এই ডকুমেন্টারি আদপে একটি ‘ঔপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন।বিবিসি আত্মপক্ষ সমর্থন করে বলেছে, গভীরভাবে গবেষণা করার পর তবে এই প্রোগ্রাম তৈরি করা হয়েছে । বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও বিবিসির ডকুমেন্টারির সঙ্গে একমত নন বলে জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর যে চরিত্রায়ন করা হয়েছে, তা তিনি মানেন না।
সূত্র : এনডিটিভি