মাদক মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন
প্রথম নিউজ, লালমনিরহাট : লালমনিরহাটে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ। এর আগে বুধবার (১ নভেম্বর) এ আদেশ দেন লালমনিরহাট আদালতের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান।
সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য হুমায়ুন কবির রগুড়া জেলার নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নের পাইকরকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জানুয়ারি ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল হুমায়ুন কবির। পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে তাকে আটক করেন লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই দিন আটক পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা একই সালের ২৫ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করলে ৪ আগস্ট গ্রেপ্তার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন আদালত। এরপর জামিনে মুক্তি পান হুমায়ুন কবির।
দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে বুধবার (১ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। রায়ে বলা হয়, মাদক পরিবহনের দায়ে আসামী হুমায়ুন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
লালমনিরহাট আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ বলেন, রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। পুলিশ কনস্টেবল বল হুমায়ুন কবিরকে চাকরিচ্যুত করতে বিধিমত ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।