মগবাজারে মনজিল পরিবহনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় মনজিল পরিবহনের ধাক্কায় আহত শাহজালাল (৫৭) নামের একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক। তিনি বলেন, সোমবার (৬ নভেম্বর) মনজিল পরিবহনের ধাক্কায় রিকশা আরোহী আয়নাল হাওলাদার মারা যান। এ ঘটনায় শাহজালাল নামে একজন গুরুতর আহত হন। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শাহজালাল কাকরাইল এলাকায় থাকতেন। তার বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকায়।