মুখরিত স্কুল প্রাঙ্গণ, ক্লাস শুরু
প্রথম নিউজ, ঢাকা : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। মাঝে সংক্রমণ কমে এলে সীমিত আকারে সশরীরে ক্লাস শুরু হয়। এবার দেশের সব স্কুলে পুরোদমে শুরু হলো ক্লাস।মঙ্গলবার থেকে সশরীরে শুরু হওয়া এ ক্লাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। করোনার সংক্রমণে দুই শতাংশের নিচে নেমে আসায় সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা ছুটে আসেন। শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয় স্কুল প্রাঙ্গণ। রাজধানীর আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল, আজিমপুর গার্লস স্কুল, অগ্রণী বালিকা স্কুল ও উদয়ন স্কুলে একই চিত্র দেখা গেছে।
এদিকে রাজধানীতে শুরু হয়েছে যানজট। শিক্ষার্থীদের চাপে স্কুল ও আশপাশের এলাকায় প্রকট যানজট দেখা দেয়। যানবাহন নিয়ন্ত্রণে সাত সকালে ট্রাফিক পুলিশকে দেখা যায় ব্যস্ত। কোনো কোনো অভিভাবককে স্কুলের আশপাশের বেকারি ও দোকান থেকে সন্তানদের জন্য টিফিন কিনতে দেখা যায়। ফলে এসব দোকানে বাড়ে বেচাকেনা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews