মা হতে চলেছেন ঐশ্বরিয়া? ঢিলেঢালা পোশাকের আড়ালে উঁকি মারছে স্ফীতোদর!
অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে ‘বচ্চন-বধূ’-কে । ঢিলেঢালা পোশাকে যেন কিছু আড়াল করার চেষ্টা।
প্রথম নিউজ, ডেস্ক: ‘অভিষেক-ঘরনি’-র এমন ছবি নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে। বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন, এই খবরে বলিউডে ঝড় বইবে না, তা তো হতে পারে না। এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন রাই সুন্দরীও? ‘বি-টাউন’-এর নতুন কৌতূহল। কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড, তারপরই করিনা কপূরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও ‘নবাব-ঘরনি’ জানিয়েছেন, পুরোটাই রটনা। তার মধ্যেই ঐশ্বরিয়া আবার মা হওয়ার খবরে নতুন মশলা বলিউডের হাতে। ২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১-য় জন্ম হয় আরাধ্যার। তারপর দশ বছর কেটে গিয়েছে বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি। এ বার কী সেই সুখবর আসছে? অপেক্ষায় বলিউড।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews