ভালুকার শ্রমিক দল নিয়ে তৃণমূলে অসন্তোষ

আজ মঙ্গলবার বালুকা উপজেলা ও পৌর শাখার শ্রমিক দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকাদাহ করা হয়েছে।

ভালুকার শ্রমিক দল নিয়ে তৃণমূলে অসন্তোষ

প্রথম নিউজ, ময়মনসিংহ: কমিটি গঠন নিয়ে ভালুকার শ্রমিক দল নিয়ে তৃণমূলে অসন্তোষ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার ভালুকা উপজেলা ও পৌর শাখার শ্রমিক দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকাদাহ করা হয়েছে।

এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পকেট কমিটির অভিযোগ করেন। বক্তারা বলেন মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী পরিবারের লোকদেরকে দিয়ে পকেট কমিটি করা হয়েছে। ত্যাগী নেতা কর্মীদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন।