ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাঙ্গালুরু

ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু

 ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাঙ্গালুরু
 ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাঙ্গালুরু-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবনের নিচে পানি জমে ক্ষয়ক্ষতি হয়েছে যানবাহনের। আগামী তিনদিন আরো বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর এ বৃষ্টিপাত শুরু হয়। এতে ব্যাঙ্গালুরুর পূর্বদিকের কয়েকটি সড়ক পানির নিচে চলে যায়। দক্ষিণের কিছু এলাকা ও কেন্দ্রস্থলে বিশেষ করে আইটি জোন খ্যাত বেলান্দুরেও পানি জমেছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ব্যাঙ্গালুরুর উত্তরে রাজামহল গুত্তাহাল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকবে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শুরু হওয়া বৃষ্টিপাতে অনেক ভবনের বেজমেন্টে পানি জমে যাওয়ায় গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আর অফিস ফেরত লোকজনকে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে হয়েছে।
 
গত মাসে টানা তিনদিনের ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। বাড়ি থেকে পানি না নামায় অনেকে হোটেলে রুম ভাড়া করে দিন পার করেছেন। বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল।

ভারতের আইটি রাজধানী এবছর বৃষ্টিপাতের আগের সব রেকর্ড ভঙ্গ করেছিল। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর ব্যাঙ্গালুরুতে ১ হাজার ৭০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০১৭ সালে এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ হাজার ৬৯৬ মিলিমিটার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom