ভূঞাপুরে বাবার জামিন না দেওয়ার অনুরোধ সন্তানদের

অল্প বয়সে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি এই দুই ভাই তার মায়ের হত্যাকারী বাবার যাতে কোনভাবেই জামিন না হয় তার অনুরোধ করেন ইউএনও বেলাল হোসেনের কাছে। 

ভূঞাপুরে বাবার জামিন না দেওয়ার অনুরোধ সন্তানদের

প্রথম নিউজ, টাঙ্গাইল: ভূঞাপুরে মায়ের হত্যাকারী বাবার জামিন না দেওয়ার অনুরোধ নিয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেছেন মেহতাব আল মাসুদ ও আল মুবিন নামে দুই ভাই। অল্প বয়সে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি এই দুই ভাই তার মায়ের হত্যাকারী বাবার যাতে কোনভাবেই জামিন না হয় তার অনুরোধ করেন ইউএনও বেলাল হোসেনের কাছে। 

এ বিষয়ে ইউএনও বেলাল হোসেন বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি এবং আইনের শাসনের প্রতি বিশ্বাস রাখার অনুরোধ করেছি। উলে­খ্য, ১৫ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌস মুনিয়াকে হত্যা করে লাশ গুম করার জন্য বাসার বক্স খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়ে যায় স্বামী মোস্তাক। 

এ ঘটনায় মুনিয়ার ভাই থানায় হত্যা মামলা করলে ১৯ সেপ্টেম্বর স্বামী মোস্তাককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্ত্রী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোস্তাক।