বাড়ির সামনে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসকে পিটুনি
প্রথম নিউজ, বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) শফিকুল ইসলাম পিন্টুকে মারধরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শফিকুল ইসলাম পিন্টু বলেন, শুক্রবার রাত ৯টার দিকে আমি নবগ্রাম রোড সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ার বাসার সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। এ সময় মাসুদ, নাসির, সোহাগ, ইমরান, শুভ, সোহান, জুয়েল ও রেজভীসহ অজ্ঞাত কয়েকজন আমাকে মারধর শুরু করেন। কী কারণে হামলা করল জানি না। এদের সঙ্গে আমার কখনো কিছু হয়নি। অনেককে আমি ঠিকমতো চিনিও না।
তবে অভিযুক্তদের মধ্যে নাসির নামে একজন বলেন, শফিকুল তিন বছর আগে চাকরির কথা বলে তিন লাখ টাকা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার বাসার সামনে গিয়ে টাকা ফেরত চাইলে তার সঙ্গে থাকা লোকজন নিয়ে শফিকুল আমাকে মারধর করেন। আমরা তার ওপরে হামলা করিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews