বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং শহর দখল করেছে আরাকান আর্মি
শনিবার গোষ্ঠীটি এ দাবি করেছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং শহরতলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শনিবার গোষ্ঠীটি এ দাবি করেছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি। আরাকান আর্মি জানিয়েছে, শনিবার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৩৪, ৩৪৫ ও ৩৫২, আর্টিলারি ব্যাটালিয়ন ৩৭৮ এবং একটি লজিস্টিক ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নসহ শহরতলিতে থাকা সামরিক জান্তার অবশিষ্ট ঘাঁটিগুলো দখল করেছে আরাকান আর্মির যোদ্ধারা। বুথিডং শহরতলির বাইরে জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। আরাকান আর্মি মিয়ানমারের সেনাদের পিছু ধাওয়া করছে।
জান্তা সেনাদের পালানোর ব্যাপারে সতর্ক থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি। ২ মে বুথিডং শহরতলির ১৫ নম্বর অপারেশন কমান্ড দখল করে আরাকান আর্মি। ওই সময় তারা ঘাঁটির ডেপুটি কমান্ডার এবং তাদের পরিবারের সদস্যদেরসহ শত শত সেনাকে বন্দি করে। এর পরের দিন শহরতলির লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫১১ সদরদপ্তর দখল করে। আরাকান আর্মির অগ্রযাত্রা ঠেকাতে ৬ মে শহরের প্রবেশ পথে থাকা প্রধান সড়ক সেতুটি উড়িয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী।