বাংলাদেশ থেকে পাচার, পশ্চিমবঙ্গে ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার ২

বাংলাদেশ থেকে পাচার, পশ্চিমবঙ্গে ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার ২

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে ১০৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সেই সঙ্গে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ পাচারে জড়িত সন্দেহে বিএসএফ রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিধান ঘোষ নামের দুজনকে গ্রেফতার করেছে। খবর ইন্ডিয়া টুডে, পিটিআই-এর।

বিএসএফ ও রাজস্ব গোয়েন্দাদের যৌথ দল বিজয়পুর গ্রামে তল্লাশি শুরু করে। এ সময় ওই গ্রামের একটি বাড়ির আবর্জনার স্তূপ থেকে কাপড়ে মোড়ানো দুটি স্বর্ণের ব্যাগ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিভিন্ন আকারের ১০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর মোট ওজন ১৪ কেজি ২৯৬ গ্রাম। ভারতীয় বাজার দরে এই স্বর্ণের বর্তমান মূল্য প্রায় সাড়ে ৮ কোটি রুপি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন বিএসএফ ও ডিআরআই কর্মকর্তাদের বলেছেন, তারা মাসুদ ও নাসিফ নামের দুই বাংলাদেশির কাছ থেকে স্বর্ণের বারগুলো নিয়েছেন। পরে সেগুলো নদীয়ার সন্তোষ হালদারের কাছে হস্তান্তর করার কথা ছিল তাদের। কিন্তু ওই এলাকায় বিএসএফ-এর টহল বৃদ্ধি পাওয়ায় তারা বারগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিলেন।