ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ তিনজন নিহত, আহত ২

 ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ তিনজন নিহত, আহত ২

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ বেলা ১২টার দিকে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুইজন পুরুষ ও এক শিশু নিহত হন। আহত হন আরও দুই যাত্রী। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।