ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস!
বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল
প্রথম নিউজ, ডেস্ক : বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগেই জানা গেল ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ!ব্রাজিলের টেলিভিশন চ্যানেল ব্রাজিলের একাদশ প্রকাশ করেছেন। গ্লোবোর মতে, ব্রাজিলের একাদশ হবে ৪-৩-৩ ফরম্যাটে। গোলরক্ষক থাকবেন অ্যালিসন বেকার।
রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো।
মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতা ও রাফিনহা। আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগে সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র
সার্বিয়ার পর ব্রাজিলের পরের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে খেলবেন নেইমাররা। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews