ব্রিকস ২০২৩: অংশ নিচ্ছেন যারা, আসছে বড় ঘোষণা

আগামী ২২শে আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত চলবে ব্রিকস সম্মেলন। এবারের সম্মেলন আয়োজিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে। 

ব্রিকস ২০২৩: অংশ নিচ্ছেন যারা, আসছে বড় ঘোষণা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিশ্বের দৃষ্টি এখন ব্রিকসের ১৫তম সম্মেলনের দিকে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর এই জোট নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পথে হাঁটছে। এক মেরুর দুনিয়ার পরিবর্তে এখন বহুমেরুর দুনিয়ার কথা বলছেন ব্রিকস নেতারা। আগামী ২২শে আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত চলবে ব্রিকস সম্মেলন। এবারের সম্মেলন আয়োজিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে। 

কোভিড-১৯ মহামারির পর এই প্রথম সরাসরি ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই এবারের সম্মেলনের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরইমধ্যে ব্রিকসভুক্ত ৫ দেশের মোট জিডিপি পশ্চিমা জোট জি সেভেনের ৭ দেশের মোট জিডিপিকে ছাড়িয়ে গেছে। ফলে ব্রিকসের হাত ধরে বিশ্ব অর্থনীতিতে পশ্চিমাদের আধিপত্য ধ্বংসের স্বপ্ন দেখছে বহু দেশ। আশা করা হচ্ছে, এবারের ব্রিকস সম্মেলনে আরও নতুন কয়েকটি দেশকে সদস্য হিসেবে যুক্ত করা হতে পারে। এরইমধ্যে কয়েক ডজন দেশ ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। 

এবারের সম্মেলনে ব্রিকসের পাঁচ দেশের সরকার প্রধানেরা উপস্থিত থাকবেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত থাকার পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। তার জায়গায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুতিন উপস্থিত না থাকলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সরাসরি ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। রুশ প্রেসিডেন্ট ব্রিকস সম্মেলনের জন্য একটি ভাষণ প্রস্তুত করেছেন যা ২৩শে আগস্ট প্রদর্শিত হবে। 

তবে ব্রিকস দেশগুলো ছাড়াও আরও অনেক দেশের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ব্রিকসের অন্য সদস্যদের সম্মতি নিয়ে বিশ্বের মোট ৬৭ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ২০ প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে আছেন, জাতিসংঘ মহাসচিব, আফ্রিকার ইউনিয়নের চেয়ারপার্সন ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট।

অন্তত ৪১টি দেশ নিশ্চিত করেছে যে তারা এই সম্মেলনে অংশ নেবে। সম্মেলন চলে আসলে আরও অনেক দেশ অংশ নেয়ার কথা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। তবে এই সম্মেলনে পশ্চিমা বিশ্বের কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে রাশিয়া তার প্রস্তাব বাতিল করে দেয়। 

এবারের ব্রিকস সম্মেলনের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে নতুন সদস্য রাষ্ট্রের নাম ঘোষণা। সম্মেলনের প্রথম দিনেই নতুন সদস্য রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যুক্ত হতে আবেদন করেছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর, সেনেগাল, আলজেরিয়া, ইথিওপিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।