বনানীতে হামলায় গুরুতর আহত তাবিথ আউয়াল
তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বনানীতে হামলায় বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ খবর জানিয়েছেন। তিনি জানান, শনিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতেই এই হামলা হয়েছে। হামলায় নিজেও আহত হয়েছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য যখন প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন, নারী কর্মীরাও আহত হয়েছেন। এ হামলায় তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, তা মাথায়ই আসে না বলেও জানান তিনি।
এ হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও আহত হয়েছেন উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান। হামলায় শামা ওবায়েদ পিঠে ব্যথা পেয়েছেন এবং তাবিথ আউয়ালের সহকারী হাসান মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া আর ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন। আহতদের মধ্যে মহিলা দলের দুই নেত্রীও আছেন। এদিকে, আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, আব্দুস সালামসহ বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতারা ইউনাইটেড হাসপাতালে তাবিথ আউয়ালকে দেখতে গিয়েছেন বলে দলীয় সূত্র জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews