বাথরুমে ঝুলছিল কাজের মেয়ে কুলসুমের দেহ
বাথরুম থেকে কুলসুম (১৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি বাসার বাথরুম থেকে কুলসুম (১৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার উপ-পরিদর্শক আমেনা খাতুন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, রোববার রাত ৮টার দিকে ১১নং সিদ্বেশ্বরী রোডের সুশীল সমাজের গলির পঞ্চম তলার ৪/এ-নং বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝর্ণার পাইপের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। কী কারণে সে এই কাজ করেছে তা প্রাথমিকভাবে জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: