বাড্ডায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বাড্ডায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. শাকিব হোসেন, মো. আল আমিন, মো.আবির, মো.রিপন মুন্সী ও মো. সুমন তালুকদার। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বাড্ডা থানা এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজের নেতৃত্বে চুরি ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। আনুমানিক বিকেল সোয়া ৪টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।